বাঁশখালী সংলাপ::
চট্টগ্রামের বাঁশখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মো. হারেস (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার গন্ডামারা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মারা যাওয়া শিশু মো. হারেস গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার রাহজানী বাপের বাড়ির জমির উদ্দিনের ছেলে। শিশুটি গন্ডামারা রহমানীয়া মাদরাসার ৩য় শ্রেণির ছাত্র। তার পিতা জমির উদ্দিন বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি, ঢাকা হেড অফিসের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত আছেন।
নিহত শিশুর চাচা সম্পর্কিত মো. নুরুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজ শনিবার দুপুরে ওই শিশুসহ আরও কয়েকজন শিশু বাড়ির পাশের পুকুরের গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে পুকুরে ডুব দিয়ে আর উঠেনি শিশু হারেস। পরে প্রায় একঘন্টা সময় ধরে ১৫/২০ জন লোক উদ্ধার তৎপরতা চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।’
পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটি ঘটনাস্থলে মারা যায় বলে জানান।