বাঁশখালী সংলাপ:::
বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টান মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়।
বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শেফালিকা দে, গীতাশ্রী চৌধুরী, অফিস সহকারি অমলেন্দু দাশ, অফিস সহায়ক রবিলাল দে, মঞ্জু রাণী দাশ এর অরসরজনিত বিদায় ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তী ও মোহাম্মদ ইকবালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী উপাজেলা একাডেমিক সুপাইভাইজার এয়ার মোহাম্মদ।
এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, মিজান বিন তাহের, শিব্বির আহমদ রানা, মো. আমিনুর রহমান, অভিভাবক মো. আনিসুর রহমান।
এ সময় বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো. ওসমান, শিক্ষক অচিন্ত্য চক্রবর্তী, শিক্ষক মাহবুল আলম, শিক্ষক সত্যজিত বড়ুয়া, তাহেরা বেগম, জসিম উদ্দিন, সুলভ সিকদার, রতন কান্তি দাশ, বিপ্লবী সু্শীল, প্রীতি বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে তারুণ্যের উৎসব, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় উর্থীর্ণ অর্ধশত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।