1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

শেখেরখীল ইউনিয়ন যুব বিভাগের কমিটিতে সভাপতি নেছারুল হক, সেক্রেটারী শাকের উল্লাহ

  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি::

বাংলাদেশ জমায়াতে ইসলামী শেখেরখীল ইউনিয়ন যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত এ কমিটিতে মাওলানা মুহাম্মদ নেছারুল হক কে সভাপতি এবং মাষ্টার শাকের উল্লাহ কে সেক্রেটারী নির্বাচিত করা হয়েছে। ২০২৫-২৬ সেশনের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

এদিন শেখেরখীল দারুসসালাম মাদরাসার হলরুমে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও যুব সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ নাছের।

মাওলানা নেছারুল হকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান মেহমান ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল। প্রধান বক্তা ছিলেন শেখেরখীল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমরান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ইউনিয়ন শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুব এলাহি, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন।

নব গঠিত কমিটির নির্বাচিত অন্যান্যারা হলেন- সহ সভাপতি মুহাম্মদ ইলিয়াস মিয়া, শিক্ষা সম্পাদক হাফেজ মাওলানা আমান উল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রশিদ, ক্রিড়া সম্পাদক ডা. মিনহাজুল করিম, অফিস সম্পাদক মাষ্টার দেলোয়ার হোসাইন, প্রকাশনা সম্পাদক মাষ্টার কামরুল ইসলাম, প্রচার ও আই টি সম্পাদক মো ছর‌ওয়ার হোছাইন রানা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট