1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

‘ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ বাঁশখালীতে বিএনপির গণইফতারে পাপ্পা

  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা:::

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল রবিবার (২৩ মার্চ) গণইফতার ও আলোচনা সভা সম্পন্ন হয়। ছনুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন চৌধুরী মিজান মিয়ার সভাপতিত্বে গণইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশে পতিত স্বৈরাচারের দোসর, দেশের স্বাধীনতা বিরোধী ও গণতন্ত্রবিরোধী একটি গোষ্টি নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সকল ষড়যন্ত্র রুখে দিতে সর্বস্তরের গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার মরহুম পিতা চারবারের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী ছনুয়ার মানুষের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতেন। অন্যদিকে বিগত সরকারের দীর্ঘ আমলে যারা ছিলো তারা এই ছুনুয়া ইউনিয়নকে লুটপাটের মাধ্যমে ক্ষত-বিক্ষত করে দেশ থেকে পালিয়ে গেছে। এই ছনুয়াকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে রেজাউল হক চৌধুরীর সাথে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।’

এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন।

উপজেলা যুবদল নেতা জুনাইদ সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ছনুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তোফায়েল আহমেদ, সোলতানুল আজিম চৌধুরী, বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সবুর, যুগ্ম আহবায়ক ফরহাদুল ইসলাম, পুইছড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খোররম রেজা, ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন, মো. খোরশেদ আলম, লিগ্যাল এইড বাঁশখালী শাখার সদস্য সচিব এডভোকেট মাহমুদুল ইসলাম, শীলকূপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. ইউনুছ,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন, উপজেলা মহিলা দলের সভানেত্রী সারাবান তাহুরা ফেরদৌসী কলি, বিএনপি নেতা শহিদ, ফজল কাদের, শামসুল আলম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলা উদ্দীন, ছাত্রদলনেতা বেলাল মাহমুদ, ফরহাদ হোসেন আসিফ, তারেক, আতিকুর রহমান, নুরুন্নবী, মিনহাজ, রায়হান, সৈকত, স্বেচ্ছাসেবক দল নেতাহোসাইন কফিল উদ্দিন প্রমূখ।

দেশ ও জাতীর কল্যাণে দোয়া মোনাজাত পরিচলনা করেন ছনুয়া ইউনিয়ন হেফাজতের আমির মাওলানা আবুল কালাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট