1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

বাঁশখালীতে অগ্নিকান্ডে পাঁচ দোকান পুড়ে ছাই

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা:::

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকান্ডের ঘটনায় পাঁচ দোকানীর সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। যথাসময়ে খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলে পাশের অনেক দোকান বড় ধরণের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পায় বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা।

শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া হাবিবের দোকান এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা হলেন ওই এলাকার শওকত আলীর মিষ্টির কারখানা ও বিক্রয়ের দোকান, মো. জাকারিয়ার কুঠির শিল্পের দোকান, মো. কালু, মো. এন্তু মিয়া ও মো. নেছার আহমদের শুটকির দোকান।

ক্ষতিগ্রস্থদের একজন মো. কালু জানান, ‘মুহুর্তের অগ্নিকান্ডে আমাদের একই লাইনের পাঁচটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গতকাল আমার পাশের মিষ্টির দোকানে পানীয়জল সহ প্রায় ছয় লক্ষ টাকার মালামাল তুলেন। আগুনে সব পুড়ে যায়। এতে আমার নগদ টাকাসহ সবকিছু পুড়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক ধারণা পাশের শওকতের মিষ্টির দোকানের চুলা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ‘সকাল সাড়ে ছয়টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের খবরে বাঁশখালী ফায়ার সার্ভিসের আলাদা দু’টি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে পাশের অন্যান্য দোকান বড়ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়। ফায়ার সাভিসের দ্রুত সাড়া দেওয়া ও অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সাধুবাদ জানান।

বাঁশখালী ফায়ার সাভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনর্চাজ মো.মিজানুর রহমান জানান, ‘আজ সকালে বৈলছড়িতে দোকানে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌছি। আমাদের দু’টি দমকলবাহিনী একসাথে কাজ করে পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে পাঁচ দোকানের সর্বস্ব পুড়ে যায়। রক্ষা পায় পাশের আরো কয়েকটি দোকান। যথাসময় খবর না পেলে এ ক্ষয়ক্ষতি আরো বেড়ে যেতো বলে জানান তিনি।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট