বাঁশখালী সংলাপ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পুঁইছড়ি প্রেমবাজার সংলগ্ন মাঠে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পূইছড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস ছবুর চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী।
এ সময় পুঁইছড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।