বাঁশখালী সংলাপ:::
বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রবিবার মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।শীলকূপ ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মো. ইউনুসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, ‘আমার মরহুম পিতা জাফরুল ইসলাম চৌধুরী আজীবন বাঁশখালীবাসীর সেবা করে গেছেন। তিনি দল-মত নির্বিশেষে বাঁশখালীবাসীর সেবা করেছেন। গণমানুষের নেতা ও সেবক ছিলেন। আমি আমার পিতার দেখানো পথে চলতে চাই। জনগণের জন্য কাজ করতে চাই।’
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, কালীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী, শীলকূপ ইউপির সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান মো. মহসিন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শওকত ওসমান, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম. বাহাদুর আলম হিরণ, মো. সাঈদ হোসেন চৌধুরী আরাফাত, পুঁইছড়ি ইউনিয়ন বিএনপি নেতা মো. আবদুস সবুর, গন্ডামারা ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল আলম, চাম্বল ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. জকরিয়া।
শীলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলীর সাওদাগরের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম, প্রবাসী আবুল কালাম, জেলা ছাত্রদল নেতা মো. তৈয়ব, ইউনিয়ন বিএনপি নেতা নুরুল্লাহ, উপজেলা যুবদল নেতা মো. মামুনুর রশিদ সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।