বাঁশখালী সংলাপ:::
বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাঁশখালী পৌরসভার উদ্যোগে বুধবার দুপুরে দেশব্যাপী সকল ধর্ষণের দ্রুত সময়ে বিচার নিষ্পত্তি, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, ফ্যাসিস্ট সহযোগী লাকির গ্রেপ্তার দাবি এবং শাহবাগে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলন বাঁশখালী পৌরসভা শাখার সভাপতি মোহাম্মাদ ফয়সালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি মাওলানা মোবারক হোসাইন আসিফ, দক্ষিণ জেলার দফতর সম্পাদক মাওলানা আব্দুল গফুর, ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি এইচ এম গিয়াস উদ্দিন, ছাত্র আন্দোলন জেলা সাধারণ সম্পাদক এইচ এম বোরহান উদ্দিন।
এ সময় বক্তারা ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইবুনাল গঠন এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারি’র দাবি জানান। একই সাথে ফ্যাসিস্ট সহযোগী শাহবাগী লাকির নেতৃত্বে পুলিশের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শাহবাগী লাকীর গ্রেপ্তারের দাবি তোলেন।
মানববন্ধনে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাহিত্য সংস্কৃতিক সম্পাদক এম আতিকুল ইসলাম, বাঁশখালী শাখার সভাপতি হাবিবু্ল্লাহ সাদেকী, পৌর শাখার সহ- সভাপতি হাবিবুল্লাহ হাবিব, সাধারণ সম্পাদক কলিমুল্লাহ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।