বাঁশখালী সংলাপ:::
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে অর্থঋণ মামলার ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি কথিত সাংবাদিক আজগর আলী মানিক (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আজগর আলী কাথরিয়া ইউনিয়নের গোয়াজ বেপারী বাড়ির রফিক আহমদ ছেলে।
শনিবার ( ২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কাথরিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে বাঁশখালী থানাধীন কাথরিয়া এলাকা থেকে অর্থঋণ মামলার ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি আজগরকে গ্রেপ্তার করা হয়। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।