1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

‘শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে মুজিব কন্যা’ বাঁশখালীতে শিক্ষক সম্মেলনে বক্তারা

  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে
Oplus_131072

বাঁশখালী সংলাপ প্রতিনিধি::

বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ, বাঁশখালী উপজেলার উদ্যোগে শীলকূপ জাফর কনভেনশন হলরুমে শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আদর্শ শিক্ষক পরিষদ বাঁশখালী উপজেলার সভাপতি আব্দুর রহিম ছানবী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে বদরুল হক বলেন, ‘গত পনের বছরে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে মুজিব কন্যা। আওয়ামীলীগ কখনও উন্নত শিক্ষা ব্যবস্থা চায় নি। শিক্ষকদের যে বেতন বৈষম্য রয়েছে তার কাঠামোতে পরিবর্তন আনতে হবে। শিক্ষক সমাজের প্রতি বৈষম্য একটি সভ্য জাতীর জন্য কল্যাণকর নয়। শিক্ষক সমাজ ভালো থাকলে জাতী ভালো থাকে। আন্তর্জাতিক বিশ্বে শিক্ষকরা যেভাবে সম্মানিত সেভাবে আমাদের দেশের শিক্ষকদের তেমন সম্মান নেই।’

বাঁশখালী আদর্শ শিক্ষক পরিষদের সেক্রেটারী শহিদুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারী অধ্যক্ষ আরিফ উল্লাহ।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ ইসমাইল হক্কানী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন ফেডারেশনের দক্ষিণ জেলার সহ সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোছাইন, ফেডারেশনের সেক্রেটারী অধ্যাপক আবু তাহের প্রমূখ।

এ সময় শিক্ষক সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিনশতাধিক শিক্ষক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট