বাঁশখালী সংলাপ::
বাঁশখালীর পুইছড়ি থেকে যৌতুকের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত নাজিম উদ্দিন (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পশ্চিম পুইছড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিৎ করেন বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ।
গ্রেপ্তার নাজিম উদ্দিন ওই উপজেলার পুইছড়ি ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের মৃত কবির আহমদের ছেলে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘যৌতুকের মামলায় এক বছরের সাজাপাপ্ত পলাতক আসামি নাজিম উদ্দীন এলাকায় অবস্থানের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। আটকের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’