বাঁশখালী সংলাপ:::
চট্টগ্রামের বাঁশখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক এক অসহায় পরিবারের জায়গা দখল করে বসতঘর নির্মাণ ও চলাচলের পথ বন্ধ করার অভিযোগ উঠেছে।
উপজেলার চাম্বল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হিন্দু পাড়া সরকার বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন একই এলাকার দোলন দাশ, রুপন দাশ, আদর্শ কান্তি সরকার ও রাজিব কান্তি সরকার সহ অজ্ঞাত আরও কয়েকজন।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, 'মৌরশী সূত্রে জায়গার মালিক হন রাখাল দাশ। স্থানীয় প্রভাবশালী আদর্শ কান্তি সরকার গং দাপট দেখিয়ে জোর পূর্বক অসহায় রাখাল দাশের জায়গা অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এই ঘটনার জেরে ভুক্তভোগী রাখাল দাশ বাদী হয়ে চট্টগ্রাম দক্ষিণ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালত উভয় পক্ষকে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেন।'
ভুক্তভোগী রাখাল দাশ আরও জানান, 'আমার প্রতিপক্ষ পেশিশক্তির জোরে আদালতের রায় অমান্য করে আমার জায়গার ওপর বসতঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। আমি বাঁধা দিতে গেলে আমাকে মেরে ফেলার হুমকি দেন। এবিষয়ে পুলিশ প্রশাসনকে অবগত করা হয়েছে।'
এ বিষয়ে অভিযুক্ত আদর্শ কান্তি সরকারের সাথে কথা বলতে তাদের বিরোধীয় জায়গায় গিয়েও তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি। বেশ কয়েকবার ফোন করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
বাঁশখালী থানার এএসআই লুৎফর রহমান জানান, 'আদালতের আদেশ অনুযায়ী কাজ না করতে দোলন ও আদর্শ গংদের নিষেধ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত