বাঁশখালী সংলাপ:::
“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই; লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এ প্রতিপাদ্যের আলোকে চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২৫’ইং উপলক্ষে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা বাঁশখালী আদালত ভবনে অনুষ্ঠিত হয়। এর পূর্বে আদালত চত্বর থেকে বের হওয়া র্যালি উপজেলা পরিষদ গেইট থেকে থানা পর্যন্ত প্রদক্ষিণ করে জেলা ও দায়রা জজ আদালতের বাঁশখালী সম্মেলন কক্ষে এসে শেষ হয়।
বাঁশখালী উপজেলা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির উদ্যোগে সোমবার (২৮ এপ্রিল) সকালে লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান এবং যুগ্ন জেলা ও দায়রা জজ সুশান্ত প্রসাদ চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হামিদ।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার,
সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুজিবুল হক চৌধুরী, অ্যাডভোকেট নুরুল আবছার, অ্যাডভোকেট আতাউল্লাহ, অ্যাডভোকেট আবদুল খালেক, বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল আলম চৌধুরী বাবুল, এ.পি.পি জুবেদ মাহমুদ চৌধুরী, বাঁশখালী প্রেস ক্লাবের আহবায়ক অনুপম কুমার অভি, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ নাছের, বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অসিমা দেবী, অ্যাডভোকেট তকসিমুল গণি ইমন।
সভাপতির বক্তব্যে বাঁশখালী আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ সুশান্ত প্রসাদ চাকমা বলেন, ‘আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে ২৮ এপ্রিলকে ২০১৩ সালে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আইনী সেবা গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিতদের কাছে পৌঁছে দিতে হবে। আইনজীবীরা যদি মানবতার হাত বাড়ান তাহলে এ দিবসটি পালনের সার্থকতা আসবে।’
এ সময় বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ন আহ্বায়ক শিব্বির আহমদ রানা, সদস্য সচিব মুহাম্মদ মিজান বিন তাহের, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল, যায়যায়দিন প্রতিনিধি রিয়াদুল ইসলাম, ভোরের ডাক প্রতিনিধি তাফহিমুল ইসলাম সহ উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, আইনজীবী সমিতির সদস্য ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।