বাঁশখালী সংলাপ:::
বাঁশখালীর আঞ্চলিক সড়ককে চারলেনে করার দাবিতে 'বাঁশখালী সংস্কার আন্দোলন'র উদ্যোগে মঙ্গলবার বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ বাঁশখালীর দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামো উন্নয়ন, নদী রক্ষা, উপকূলীয় বাসিন্দাদের নিরাপত্তা, শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবার উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বাঁশখালী সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম আকবর বলেন, 'বাঁশখালী একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানকার মূলসড়ক এখনো সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত দূর্ঘটনা লেগে থাকে। কর্ণফুলি-আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া ও ঈদগাঁও-ঈদমনি হয়ে যে সড়কটি দক্ষিণ চট্টগ্রামকে দেশের মূল অর্থনৈতিক কেন্দ্রে যুক্ত করেছে, তা অবিলম্বে চারলেনে উন্নীত করতে হবে। এ সড়কটি চারলেনে উন্নীত হলে সরকারের অর্থনৈতিক খরচ কমে যাবে এবং যাতায়ত ব্যবস্থা সহজ ও নিরাপদ হবে। এর ফলে কৃষি ও পর্যটন ক্ষেত্রেই উন্নয়নের গতি বাড়াবে।'
মানববন্ধনে উপস্থিত ছিলেন- মুহাম্মদ ফোরকানুল হক, মুহাম্মদ নেজাম উদ্দিন, আবু নাসের মুহাম্মদ তারেক, মুহাম্মদ ইমতিয়াজ, আব্দুর রহমান, ইমরান সিকদার, মুহাম্মদ জামাল উদ্দিন, আনোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, সমাজকর্মী, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত