সংলাপ সংবাদ:::
বাঁশখালী উপজেলার চাম্বল বাজারের ওপর দিয়ে বয়ে যাওয়া জলকদর সংযোগ খালের পুনঃখনন ও চাম্বল বাজারের ময়লা আবর্জনা অবৈধভাবে খালে ফেলে খাল ভরাট, মাছ ব্যবসায়ীদের থেকে সরকার নির্ধারিত হাসিল না নিয়ে অতিরিক্ত হাসিল (কর) নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী।
রোববার (২০ এপ্রিল) বিকেলে চাম্বল বাজার প্রধান সড়কের ব্রিজের উপর এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে তারা দাবী তুলে বলেন, 'অবৈধভাবে খাল দখল ও ময়লা আবর্জনা পেলে খাল ভরাট করায় পানি নামছে না, তাই ময়লা আবর্জনা খালে ফেলা বন্ধ করতে হবে। বাজারে শৌচাগার (টয়লেট) নির্মাণ করতে হবে। বিগত ২০ বছর আগে এই খালে পানি চলাচল যেভাবে ছিল, সেভাবে স্বাভাবিক করে দিতে হবে। বাজারের হাসিল (কর) কমিয়ে সরকার নির্ধারিত হাসিল নিতে হবে এবং মাছ ব্যবসায়ীদের বাজারে, আসার সুযোগ করে দিতে হবে এবং অবৈধভাবে খাল ভরাট করায় হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। খাল দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।'
বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় খাল দখল ও ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। এলাকাবাসী আরও বলেন, 'খালের একটি অংশে ময়লা ফেলায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে চাম্বলের পূর্বাঞ্চলের কয়েক হাজার মানুষ।'
এ সময় এলাকাবাসীর পক্ষে আহমদ নুর আমীরী, মো. নেজাম উদ্দিন মো. মোকতার, মো. সাইফুল, আব্দুর রহিম, মো. সেলিম, বজল আহমদ,সাহাব উদ্দিন, রফিক আহমদ, নুরুল আমিন, মাহমুদুল হক, আব্দুল মোনাফসহ স্থানীয় জনসাধার উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত