শিব্বির আহমদ রানা:::
গোপন সংবাদে অভিযান পরিচালনা করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্কে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত আহমদ হোসেন প্রকাশ নয়া মিয়াকে (২৫) গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। এ সময় চুরি হওয়া ৫০০ লিটারের একটি গাজী ট্যাংক উদ্ধার করা হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রাম এলাকা থেকে এসআই বিভাস কুমার সাহা’র নেতৃত্বে ওই চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামী আহমদ হোসেন প্রকাশ নয়া মিয়া শীলকূপ ইউনিয়নের একই এলাকার মোহাম্মদ আলীর পুত্র।
জানা যায়, গত ৪ এপ্রিল রাত আনুমানিক ৩ ঘটিকার সময় বাঁশখালী ইকোপার্কে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ইকোপার্কের ফরেষ্ট রেঞ্জার মো. ইসরাঈল হক বাদী হয়ে আহমদ হোসেন প্রকাশ নয়া মিয়া’র নামোল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ৩/৪জন আসামী করে মামলা দায়ের করেন।
পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল রাত তিটায় বাঁশখালী ইকোপার্কের রেস্ট হাউসের ডাইনিং রুমের থাইগ্লাসের জানালা খুলে ঘরের ভিতরে প্রবেশ করে একটি আইপিএস মেশিন, আইপিএস এর একটি ব্যাটারী, দুটি বেডশিট, দুটি লাইট ও ইকোপার্কের পিকনিক সেড-১ এর ছাদের উপর থেকে ৫০০ লিটারের একটি গাজী পানির ট্যাংক চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘বাঁশখালী ইকোপার্কে চুরির ঘটনায় জড়িত আহমদ হোসেন নামে এক চোরকে গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামী চোর চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে নিজের এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় চুরির ঘটনায় জড়িত। এ ঘটনায় আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’