বাঁশখালী সংলাপ:::
বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ (Abu Ahmed) এর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল থেকে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না তিনি। নিরাপত্তার স্বার্থে ঘটনার দিন সন্ধ্যায় তিনি চট্টগ্রাম সিএমপি কোতোয়ালী থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর- ৮০২।
জিডিতে যুবদল নেতা আবু আহমেদ উল্লেখ করেন, 'শনিবার বিকেল সাড়ে ৪টার সময় কোতোয়ালী থানাধীন দোস্ত বিল্ডিং জাতীয়তাবাদী দল বিএনপি'র চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র কার্যালয়ে অবস্থান করাকালে দেখতে পাই যে, আমার ব্যবহৃত ফেইসবুক আইডি-Abu Ahmed নামীয় হতে বিভিন্ন ধরণের বিভ্রান্তিমূলক ও ভিত্তিহীন কথাবার্তা লিখে ফেইসবুকে আপলোড করা হচ্ছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে আমি সাথে সাথে আমার (Abu Ahmed) নামীয় ফেইসবুক আইডিতে বারবার প্রবেশের চেষ্টা করেও ফেইসবুকে ডুকতে পারি নাই। আমি আমার নিজের ব্যবহৃত অ্যাকাউন্টটি পুনরুদ্ধারে পুলিশের সহযোগিতা কামনা করছি।'
তিনি আরও বলেন, 'আমি বাঁশখালী উপজেলা যুবদলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তাই আমার ধারণা অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা হিংসাত্মকভাবে সমাজে আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন ও আমার সম্মানহানী করার উদ্দেশ্যে ফেইসবুকে এরূপ পোস্ট আপলোড করছে। উক্ত বিষয়টি আমার জন্য খুবই বিব্রতকর।'
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট উদ্ধার না হওয়া পর্যন্ত অপ্রীতিকর কোনো কিছুর জন্য বিব্রত না হতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত