1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

বাঁশখালীতে ফাঁদ পেতে বন্যহাতি খুন, দাঁত নিয়ে গেল শিকারিরা

  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:::

চট্টগ্রামের বাঁশখালীতে ফাঁদ পেতে বন্যহাতি কে খুন করে নৃসংশভাবে দাঁত কেটে নেওয়ার সময় হাতিটির শূঁড়ও উপড়ে ফেলার ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে, ‘ফাঁদ পেতে হাতিটিকে আটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।’

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জলদী রেঞ্জের পাইরাং বিটের আওতাধীন মনুমার ঝিরি এলাকায় লোকালয় থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে গহীন বনের ভেতর হাতিটির লাশ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে জলদী রেঞ্জের কর্মকর্তা শাহ আলম বলেন, ‘আমার ধারণা হাতিটি লোকালয়ে এসে ফেরার পথে গরমে হয়তো স্ট্রোক করে মারা গেছেন।’

স্ট্রোক করে মারা গেলে দাঁত কেটে নেওয়া ও শূঁড় উপড়ে ফেলার বিষয়টি দেখে মনে হচ্ছে খুন করা হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ ঘটনায় কেউ জড়িত থাকলে আমাদের তথ্য দিন, আমরা তদন্ত করে দেখবো।’

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা গিয়ে মৃত হাতিটিকে হেফাজতে নেয়। হাতিটির বয়স আনুমানিক সাত বছর। পিঠে গভীর আঘাতের চিহ্ন আছে। দাঁত ও নখ কেটে নিয়ে গেছে। দাঁত কেটে নেওয়ার সময় হাতিটির শূঁড়ও উপড়ে ফেলা হয়েছে এমন খবরও পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে মৃত হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। হাতিটিকে বনের ভেতরেই মাটিচাপা দেওয়া হবে।’

ময়নাতদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বন কর্মকর্তা মামুন বলেন, ‘পিঠে ধারালো অস্ত্র দিয়ে গভীরভাবে আঘাত করে হাতিটিকে খুন করা হয়েছে। দু’য়েকদিন আগেই ফাঁদ পেতে হাতিটিকে আটকে খুন করা হয়েছে বলে আমাদের ধারণা। সম্ভবত দলছুট হয়ে গিয়েছিল, এতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো চক্র হাতিটিকে ফাঁদে ফেলতে সক্ষম হয়।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট