নিজস্ব সংবাদদাতা:::
চট্টগ্রামের বাঁশখালীতে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগে সাইমুন ইসলাম প্রকাশ ইমন (২৪) নামে তার দেবরকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার শেখেরখীল এলাকা থেকে অভিযান পরিচালনা করে থানার এসআই বিভাষ কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করেন।
গ্রেফতার আসামী সাইমুন ইসলাম প্রকাশ ইমন উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ইউসূফ আলী মাঝি বাড়ির শফিকুল ইসলামের পুত্র।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, 'শুক্রবার (৪ এপ্রিল) রাত ৩টার দিকে প্রবাসীর ওই স্ত্রীর ঘরে কেউ না থাকার সুযোগে তার দেবর সাইমুন ইসলাম সেখানে ঢুকে শ্লীলতাহানির উদ্যেশ্যে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিলে ঘুম থেকে জাগ্রত হন ভাবী। এ সময় তাকে জোরপূর্ব ধর্ষণের চেষ্টা করলে তার শোর চিৎকারে শ্বশুর শ্বাশুড়ী চলে আসে। বিষয়টি প্রবাসী স্বামীকে ফোনে বলে দিলে দেবরের মুখোশ খুলে যায়। পরের দিন শনিবার (৫ এপ্রিল) ওই ঘটনাকে কেন্দ্র করে তার দেবর ক্ষীপ্ত হয়ে সকালে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্যেশ্যে আঘাত করে। এতে রানে, বুকে, মাথায় ও তলপেটে গুরুতর জখমপ্রাপ্ত হন ওই নারী।'
এ ঘটনার পরদিন সাইমুন ইসলামকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন নির্যাতনের শিকার ওই নারী।
নির্যাতনের শিকার ওই নারী বলেন, 'দীর্ঘদিন ধরে আমার স্বামী প্রবাসে থাকার সুবাদে লম্পট, বখাটে ওই দেবর আমাকে নানাভাবে কুপ্রস্তাব দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে আসছে।'
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, 'প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও শারীরিক নির্যাতনের দায়ে অভিযুক্ত আসামী সাইমুন ইসলামকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত