বিনোদন ডেস্ক:::
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, তখন থেকে উপত্যকাটিতে অন্তত ৫০ হাজার ৬৬৯ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৫ হাজার ২২৫ জন আহত হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে, প্রায় ১৮ মাসে ১৫ হাজার শিশুকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলের এ বর্বরতায় বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পীরা প্রতিবাদ জানিয়েছেন। গাজার শিশুদের জন্য খাদ্য ও চিকিৎসায় তহবিলও জুগিয়েছেন তারকারা। এ হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। যেখানে নিজের আক্ষেপ ও অসহায়ত্বের কথা তুলে ধরেছেন তিনি।
আজ রোববার দুপুরে ফেসবুক পোস্টে সিয়াম লিখেছেন, ‘আমি যখন এই পোস্ট লিখছি, ততক্ষণে গাজার অস্তিত্ব কি মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটাকে, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারব? ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারিনি।’
এবারের ঈদে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। সিনেমায় বাবা ও মেয়ের সম্পর্কের গল্প দেখানো হয়েছে, যেখানে বাবার চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। ফিলিস্তিনি শিশুদের সঙ্গে ‘জংলি’র প্রসঙ্গ টেনে ঢাকাই ছবির এই নায়ক লিখেছেন, ‘যখন “জংলি”র গল্প লেখা হচ্ছিল, তখনো পাখির জায়গায় আমি বারবার ফিলিস্তিনি শিশুদেরই কল্পনা করতাম। আমরা কি শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারব।
গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ফিলিস্তিনে নিহত হয়েছেন ১ হাজার ২৪৯ জন। এই সময় আহত হয়েছেন ৩ হাজার ২২ জন। সিয়াম লিখেছেন, ‘যখন যুদ্ধবিরতি চলছিল, তখনো আমি শান্তি পাচ্ছিলাম না। শুধু মনে হতো, এই বিরতি কতক্ষণের? কতক্ষণ এই মানুষগুলো বাঁচবে আসলে?’
এ হত্যাকাণ্ডের দায় কেউ এড়াতে পারে না বলে মনে করেন সিয়াম। এই চিত্রনায়ক লিখেছেন, ‘এই যে ঈদের পরপরই তাদের ওপর নরক নেমে এল, তার দায় কি এই পৃথিবী নেবে না?’
শুধু এন্টারটেইন করেনি, ‘জংলি’ আমাকে ভাবিয়েছে
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়ে সিয়াম লিখেছেন, ‘আল্লাহ, তুমি জান্নাতের দরজা খুলে দাও। এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়। আমরা পারিনি, আমরা পারলাম না।’
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত