বাঁশখালী সংলাপ:::
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলিদের চলমান নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার চাম্বল বাজার ব্রিজ হতে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি দক্ষিণে ফুলকলি স্টেশনে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ মিছিলে চাম্বল ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসলমান স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, “ফিলিস্তিনের মা-বোন ও ভাইয়েরা রমজান মাসে না খেয়ে রোজা রেখেছেন, শিশুদের পর্যন্ত খাবার নেই। এর বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট হওয়া উচিত। এরা গাজাবাসীদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে। ঘুমন্ত নারী শিশুদের হত্যা করেছে। আমাদেরকে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে, তাহলে তারা মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।”
তারা আরও বলেন, “যদি জাতিসংঘ এই গণহত্যা থামাতে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে এর পরিণাম ভালো হবে না। মানবতার পক্ষেই আজ সবাইকে দাঁড়াতে হবে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন, 'বাঁশখালী উপজেলা যুবদল নেতা আহমদ নুর, চাম্বল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুহাম্মদ নেজাম উদ্দীন, ছাত্রদল নেতা মুহাম্মদ আলমগীর, শ্রমিকদল নেতা মুহাম্মদ লেয়াকত আলী, চাম্বল স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক শাহ আলম।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত