বাঁশখালী সংলাপ:::
চট্টগ্রামের বাঁশখালীতে বসতঘরে চুরি হওয়ার ঘটনায় বিচার দেয়ায় চাম্বল ইউনিয়ন যুবদল নেতার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার চাম্বল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পূর্ব চাম্বল পুতুইন্নার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় স্থানীয় ৬ জনকে আসামি করে বাঁশখালী থানায় এজহার দায়ের করেছেন ভুক্তভোগী যুবদল নেতা মো. আব্দুর রহিম ও নুরুল কাদের।
অভিযোগ সুত্রে জানা যায়, ‘গত ২৭ রমজান নুরুল কাদেরের বসতঘর হতে ১ লক্ষ টাকা চুরি হয়। এরপর বিভিন্ন তথ্যের মাধ্যমে শিলকূপের মনছুর নামক একজনকে সন্দেহ করে স্থানীয়ভাবে বিচার দেয়া হয়। পরে এ ঘটনায় বিচারক ওই যুবককে টাকা ফেরত দেয়ার সময় বেঁধে দেন। এতে যুবক মনছুরের আত্মীয়-স্বজনরা ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা আব্দুর রহিম ও নুরুল কাদেরের উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় সাথে থাকা মোবাইল, নগদ টাকা হাতিয়ে নেয়।'
ভুক্তভোগী যুবদল নেতা আব্দুর রহিম বলেন, ‘দুপুরের পর আমি ও নুরুল কাদের হাঁটতে বের হই। এসময় পেছন থেকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায় আসামিরা। স্থানীয় লোকজনকে উদ্ধার না করলে আমাদের ওখানেই মৃত্যু হতো। আমরা বর্তমানে জীবন সংকটে রয়েছি। আসামিরা যে কোন সময় হামলা চালাতে পারে। এ ঘটনায় প্রশাসনের কাছে দোষীদের দ্রুত বিচারের দাবি জানাই।'
এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ গুরুত্বসহকারে বিষয়টি তদন্ত করে দেখছেন। অভিযোগ সঠিক প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত