শিব্বির আহমদ রানা:::
বাঁশখালী উপজেলার পুইঁছড়িতে ধূলোবালিমুক্ত পরিবেশ নিশ্চিত করার নিমিত্তে 'সেভ দ্যা ন্যাচার' শীর্ষক আলোচনা সভা পুইছড়ি ইউনিয়ন পরিষদের মাঠে গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ৩ ঘটিকায় সম্পন্ন হয়।
ওখান উদ্দিন শাকিবের সঞ্চালনায় এ সময় নাগরিক সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জামাল চৌধুরী, বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল আলম চৌধুরী, রোটারিয়ান মুবিনুল হক মুবিন, সাংবাদিক তাজুল ইসলাম চৌধুরী পলাশ, জসিম উদ্দিন, মাষ্টার মাকসুদুল ইসলাম, গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট রায়হান সোবহান, মীর আরশাদুল হক, এসআই গোলাম সরওয়ার, আবদুর রাজ্জাক রাজু, ডা. নুরুল ইসলাম, আবু তাহের, ইনসাফুর রহমান চৌধুরী, আরিফ মঈনুদ্দিন, সাংবাদিক দিদারুল ইসলাম, মিসবাহ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, 'পুইঁছড়িতে আইনশৃঙ্খলা রক্ষা, ভূমিদস্যু, বালুখেকো, মদ-জোয়া দূরীকরণ এবং জলকদর খালে গড়ে উঠা অবৈধ স্থাপনা সহ বিভিন্ন অপরাধ নির্মূলে সবাইকে সর্বাত্মকভাবে এগিয়ে আসতে হবে।'
উল্লেখ্য, সম্প্রতি পূর্ব পুইঁছড়ি পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার প্রতিবাদ এবং রাস্তায় ধূলোবালির রাজত্বে পরিবেশ বিনষ্টের প্রতিবাদ করায় সাধারণ ছাত্রসহ ১০ জনের বিরুদ্ধে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করা করে বালুখেকো সিন্ডিকেট। নাগরিক সমাবেশে বক্তারা এর তীব্র নিন্দা জানিয়েছে।
এ সময় প্রতিবাদী ছাত্রদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনৈতিক, অবৈধ, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দিকনির্দেশনা দেয়া হয়।
নাগরিক সমাবেশে এ সময় ইউনিয়নের বিভিন্ন পেশাজীবি, সংগঠন প্রতিনিধি, ছাত্রপ্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত