শিব্বির আহমদ রানা:::
বাংলাদেশ জামায়াতে ইসলামী শীলকূপ ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে এক 'ঈদ পুনর্মিলনী' ও আলোচনা সভা শীলকূপ ইউনিয়ন মাইজপাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় দারসুল কোরআন পেশ করেন ওয়ার্ড জামায়াতের সভাপতি মাও আব্দুল করিম মনছুর। শীলকূপ ইউনিয়ন জামায়াতের আমীর মাও হোসাইন আহমদ কাশেমী এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহিম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান, দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারী অধ্যক্ষ আরিফ উল্লাহ, মাও অধ্যক্ষ ফেরদোস আলম, প্রবীণ জামায়াত নেতা কাজী নুর মোহাম্মদ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মো. রবিউল আলম, চট্টগ্রাম মহানগরির সবেক ছাত্রনেতা ও জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা আবরার হাসান রিয়াদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন সমন্বয়ক ইঞ্জি. মাঈন উদ্দিন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এনামুল হক রাহাত, সাবেক ছাত্রনেতা রিয়াজুল হক তালুকদার, চট্টগ্রাম মহানগর উত্তরের আইটি ও প্রচার সম্পাদক এস কে সিরাজী মানিক, মাও মাহাবুবুর রহমান, মাও রেজাউল করিম, মাও জাহেদুল ইসলাম, শহিদুল ইসলাম, যুবনেতা নুরুল আমীন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, 'আমরা দেশে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন বাস্তবায়ন চাই। এ দাবী এখন এদেশের শ্রমিক জনতা সকলের মুখে মুখে। কেউ জামায়াত ইসলামীকে আগের কায়দায় একাত্তরের রাজাকার বলে তকমা দিতে চায়, চেতনার ব্যবসা করে জাতীকে বিভ্রান্ত করতে চায়। আমরা তাদের কে স্পষ্ট বলে দিতে চাই, ৭১'র তকমা দিয়ে কথা বললে তাদের জিহ্বা কেটে ফেলা হবে।'
বক্তারা আরও বলেন, 'এখনও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়নি, আমাদের নেতাদের মুক্তি দেওয়া হয়নি। দ্রুত নিবন্ধন ফিরিয়ে দিন, বন্ধী নেতাদের মুক্তি দিন। দেশে এখনও পূর্বের ন্যায় চাঁদাবাজি, লুণ্ঠন, দখলবাজি চলছে। তারাও নির্বাচন, নির্বাচন করে মুখে ফেনা তুলছে। আমরাও নির্বাচন চাই। যুক্তিক সময়ে নির্বাচন চাই। তবে, দেশ সংস্কার না করে কোনো নির্বাচন নয়। আগে পলাতক ফ্যাস্টিস্টদের বিচার হোক।'
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত