শিব্বির আহমদ রানা:::
চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া উপকূলীয় এলাকায় ২০১৮ থেকে ২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে আত্মসমর্পণকৃত ১২৭জন জলদস্যুদের মাঝে ইদ উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
রবিবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে র্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে এ ইদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে আত্মসমর্পণ করা এসব আলোর পথের অভিযাত্রীদের সঙ্গে র্যাবের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, ‘যারা আলোর পথে ফিরে এসেছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সবধরনের সহযোগিতা করা হচ্ছে। র্যাব ফোর্সেসের পক্ষ থেকে তাদেরকে তদারকি করা হয়। তাদের কাছে বার্তা দিতে চাই যারা সুস্থ জীবনে ফিরে এসেছে তাদের পাশে সবসময় থাকবো। তাদের মামলাগুলো প্রত্যাহারের জন্য তালিকা পাঠিয়েছি। যারা এখনও ফিরে আসেনি তাদের কে আহ্বান জানাবো যেন তারাও আলোর পথে ফিরে আসেন।'
এ সময় আরও উপস্থিত ছিলেন র্যাব-৭ এর উপ পরিচালক মেজর সাদমান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, নিউজ টুয়েন্টিফোর এর সিনিয়র রিপোর্টার মীর আকরাম প্রমুখ।
ইদ উপহার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় র্যাবের এ ধরনের মহতী উদ্যোগ কে সাধুবাদ জানান আলোর পথে আসা অভিযাত্রীরা। তারা বলেন, বিগত সময়ে আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন এ প্রত্যাশা রাখছি। মামলাজট থেকে যত দ্রুত মুক্তি পাওয়া যায় সে ব্যবস্থার জন্য দৃষ্টি আকর্ষণ করেন তারা।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত