সংলাপ প্রতিনিধি:::
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ-গন্ডামারা এ দুই ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ বিশাল জনগোষ্ঠির অন্যতম বিকল্প সড়ক শীলকূপ টাইমবাজার-গন্ডামারা সড়ক (মরহুম আবুল হোসেন সড়ক)। শীলকূপ মাইজ পাড়া দোকান থেকে গন্ডামারা ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়কের তৃতীয় ধাপের নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়েছে।
রবিবার (৯ মার্চ) সকাল ১০টায় সড়কের পুনঃ নির্মাণ কাজের শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, ইউনিয়ন জামায়াতের প্রবীণ নেতা কাজী নুর মোহাম্মদ, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. ইউনূস, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মো. রবিউল আলম, ঠিকাদারী প্রতিষ্ঠান আমিন ইন্টারন্যাশনালের পৃষ্টপোষক আব্দুল হান্নান, ইউপি সদস্য জান্নাতুল ফেরদৌস লাকির প্রতিনিধি জানে আলম, ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার, মোস্তাক আহমদ, মাও মাহাবুর রহমান, এনামুল হক সিকদার, মোক্তার সিকদার, আব্দু সত্তার, সাবেক ছাত্রনেতা রিয়াজুল হক তালুকদার, মুজিবুল হক, রোকন উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের অন্যতম পৃষ্টপোষক আব্দুল হান্নান বলেন, 'ঠিকাদারী প্রতিষ্ঠান আমিন ইন্টারন্যাশনাল এ সড়কের কাজটি পেয়েছেন। আজকে কাজের শুভ উদ্বোধন হল। আগামীকাল থেকে পুরোদমে কাজ শুরু হবে। আশা করছি চলতি বছরের বর্ষার আগেই সড়কের কাজ সম্পন্ন করতে পারবো। তবে চেষ্টা করবো, জনদূর্ভোগ লাঘবে যত দ্রুত কাজ শেষ করা যায়। এক্ষেত্রে এলাকাবাসীর সহযোগীতা দরকার।'
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 'বিগত ২০২০-২১ অর্থবছরে পৌনো সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দে এ সড়কের কাজ শুরু হয়। সড়কের দু'পাশের কাজ করে আবার বন্ধ হয়ে যায়। পরবর্তী দ্বিতীয় ধাপে ২০২৩ সালের ৪ জানুয়ারী ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রয়েল ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন কাজ শুরু করে টাইমবাজার থেকে মাইজপাড়া পর্যন্ত কাজ করে মাঝপথে পালিয়ে যায় ওই ঠিকাদারী প্রতিষ্ঠান। সড়কের কার্পেট খুলে কাজ বন্ধ করে চলে যাওয়াতে দীর্ঘদিন ধরে মানুষের চলাচলে অনুপোযোগী হয়ে পড়ে।
সর্বশেষ বাঁশখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক ও বাঁশখালীর সন্তান এলজিইডির সদর দপ্তরের কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহাবুর রহমানের সহযোগীতায় সড়কের পুনঃনির্মাণ কাজ শুরু হয়।
এলজিইডির চট্টগ্রাম সি প্রকল্পের এই সড়কটির অবশিষ্ট ৩.৮ কিলোমিটারের নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৮ লাখ টাকা। ওই সড়কটি পুনঃনির্মাণ করার জন্য স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানান।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত