সংলাপ সংবাদদাতা:::
বাঁশখালীর সাড়া জাগানো মেধাবৃত্তি ৭ম সৃজন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় এই ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, ৪৩ জন ট্যালেন্টপুল বৃত্তি, ৩০ জন এ গ্রেডে বৃত্তি এবং ৮৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
উল্লেখ্য, সৃজন সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত এবারের ৭ম সৃজন মেধাবৃত্তি পরীক্ষায় বাঁশখালীর ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। গত ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সৃজন সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক জাহেদুল ইসলাম বলেন, ‘এই জনপদের শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য সৃজনের পথচলা শুরু হয় ২০১৬ সালে। সেই মিশনকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা যেন সবার সাথে তাল মিলিয়ে সামনে অগ্রসর হতে পারে সেজন্য আগামীতে সৃজন আরো নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবে।’
সৃজনের নির্বাহী পরিচালক মিসবাহ উল হক ইমন বলেন, ‘আমরা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তরুণদেরকে সৃজনের কাজ করানোর মধ্য দিয়ে তাদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে সৃজন, যা আগামীতেও অব্যাহত থাকবে।’
ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে যারা:
100006, 100021, 990001, 880042, 880052, 880065, 770065, 770091, 770092, 770104, 660045, 550004, 550037, 550022, 550028, 550078, 550068, 550059, 550067, 440025, 440026, 440006, 440007, 440008, 440012, 440034, 440041, 440019, 440050, 330040, 330041, 330043, 330019, 330019, 330017, 220046, 220068, 220072, 010063, 010047, 010038, 010044, 010031
‘এ’ গ্রেড বৃত্তি পেয়েছে যারা:
100016, 100005, 100004, 100007, 880033, 880041, 770099, 770085, 770025, 770028, 660081, 550045, 550009, 550012, 440054, 440037, 440015, 330052, 330042, 330027, 330015, 220035, 220032, 220063, 010055, 010052, 010045, 010014, 010067, 010009
সাধারণ গ্রেড বৃত্তি পেয়েছে যারা:
100023, 100020, 990060, 990047, 990050, 990035, 990046, 880002, 880003, 880061, 880063, 880066, 880043, 880012, 880039, 770067, 770074, 770066, 770101, 770034, 770035, 770036, 660055, 660026, 660041, 660088, 660082, 550074, 550052, 550047, 550026, 550056, 550053, 550070, 550050, 550073, 550034, 550021, 550046, 440020, 440021, 440023, 440027, 440036, 440053, 330050, 330049, 330035, 330074, 330020, 220043, 220081, 220079, 220080, 220095, 220061, 220067, 220042, 220064, 220089, 220004, 220001, 220002, 220031, 220029, 220028, 220091, 220025, 220024, 220018, 220015, 220013, 220052, 220096, 220067, 220054, 220055, 220058, 220045, 010050, 010039, 010035, 010085, 010075, 010082