বাঁশখালী সংলাপ সংবাদদাতা::
বাঁশখালীতে লবণ মাঠের পলিথিন কেটে জায়গা দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (৪ মার্চ) ভোররাতে উপজেলার ছনুয়া ইউপির ডিসি রোড় সংলগ্ন শামবলি ঘোনা লবণের মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় মো. ইসমাঈলের পুত্র মো. ফরহাদ বাদী হয়ে বাঁশখালী উপজেলা সেনা ক্যাম্পে দশজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিবাদীরা হলেন- ছৈয়দ আহমদের পুত্র আহমদ কবির প্রকাশ সোনা মানিক , মোস্তাক আহমদের পুত্র মো. আনিছ, ছৈয়দ আহমদের পুত্র মো. বাচ্চু, নুরুল আলম, নুরুল কবির, আবদু শুক্কুর, মকছুদ আহমদ, মোস্তাক আহমদ, মকছুদ আহমদের পুত্র শহীদুল ইসলাম ও ছৈয়দ আহমদের কন্যা কাশেফা বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর পিতা মো. ইসমাঈল জায়গাটি বর্গা নিয়ে লবণ চাষ করে আসছেন। কিন্তু বিবাদীরা জয়গাটি বর্গা নিয়ে চাষাবাদের প্রস্তাব দিলে জায়গার মালিক তাতে রাজী না হওয়ায় বিবাদীরা জায়গাটি দখলে নিতে হুমকি ধমকি প্রদান করে। তারই ধারাবাহিকতায় লবণ মাঠের পলিথিন কেটে পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধন করে এবং তাতে বাঁধা দিলে নগদ টাকা, স্মার্টফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তারা বাদী পক্ষকে জায়গাটি জোরপূর্বক দখলে নিতে এখনও হুমকি ধমকি প্রদান করছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আহমদ কবির প্রকাশ সোনা মানিক বলেন, 'আমাদের বিরোদ্ধে লবণ মাঠের পলিথিন কেটে ফেলার অভিযোগ সত্য নয়। তাদের সাথে আমাদের পূর্ব থেকে বিরোধ ছিল। তারা আমাদের ফাঁসাতে মিথ্যা অভিযোগ দিয়েছে। তাছাড়া এ অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনীর বাঁশখালীর অস্থায়ী ক্যাম্প থেকে আমাদের কে আগামীকাল ডেকেছেন।'
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত