শিব্বির আহমদ রানা::
বিশিষ্ট শিক্ষাবিদ, ন্যায় বিচারক, বিজ্ঞ ফারায়েজ, বিশিষ্ট জমিদার মাওলানা আবদুল আজিজ (৬৪) আজ রবিবার (২ মার্চ) সকাল ৬ টা ৫ মিনিটের সময় চট্টগ্রাম নগরির নাছিরাবাদ 'মেরিন সিটি হসপিটালে' আইসিইউ'তে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে আসিফ তালুকদার মুজাহিদ।
তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ঠজনিত রোগে আক্রান্ত ছিলেন। সর্বশেষ নগরির বেসরকারী মেরিন সিটি হসপিটালে ছয়দিন আইসিইউ'তে চিকিৎসাধিন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মাও আব্দুল আজিজ শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদলা পাড়া ঐতিহ্যবাহী জমিদার বাড়ি আব্দুল আজিজ তালুকদার বাড়ীর মরহুম ফজলুর রহমান তালুকদারের পুত্র।
মাও আব্দুল আজিজ রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসা থেকে দাখিল, সাতকানিয়া আলীয়া মাদরাসা থেকে আলিম ও ফাযিল কৃতিত্বের সাথে পাশ করেন।১৯৭৯ সালে তিনি বাঁশখালী আলাওল ডিগ্রী কলেজ থেকেও স্নাতক পাশ করেন। বিশিষ্ট জমিদার পরিবারের সন্তান মাও আব্দুল আজিজ ছিলেন একজন বিজ্ঞ ফরায়েজ ও ন্যায় বিচারক। মৃত্যুর আগপর্যন্ত তিনি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়।
এদিকে তার মৃত্যুতে বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাঈল, শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
আজ রবিবার বাঁশখালীর চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার (বড় মাদরাসা) মাঠে আসরের নামাযের পর মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত