বাঁশখালী সংলাপ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী শীলকূপ ইউনিয়ন যুব বিভাগের ২০২৫-২৬ সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ইঞ্জিনিয়ার এনামুল হক রাহাত কে সভাপতি ও মো. আবু হানিফ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন যুব বিভাগের সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাও মুহাম্মদ ইসমাইল। এসময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক, সহ সাংগঠনিক সম্পাদক আয়াস মাহমুদ, বায়তুল মাল সম্পাদক নাইম উদ্দীন, সহ বায়তুল মাল সম্পাদক ডা.আব্বাস, প্রকাশনা সম্পাদক আব্দুল ওয়াহেদ, সহ প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান, অফিস সম্পাদক ফারেসুল আলম, সহ অফিস সম্পাদক হাফেজ মোস্তাক, প্রচার সম্পাদক আব্দুর রহিম, সহ প্রচার সম্পাদক হাফেজ মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন, সহ ক্রীড়া সম্পাদক জহির উদ্দীন, মিডিয়া সম্পাদক হাসনাত, সহ মিডিয়া সম্পাদক হাফেজ আবু তালেব, সদস্য নুরুল ইসলাম, আক্তার হোসাইন, আরফাত, জিহাজ, ফখর উদ্দিন।