বাঁশখালী সংলাপ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী শীলকূপ ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে ইউনিয়ন যুব সম্মেলন বাঁশখালী সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক রাহাতের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- 'যুবক মানে একটি বিপ্লবের নাম। জুলাই-আগস্ট বিপ্লবে যুবকরা সবচেয়ে বেশী ভূমিকা রেখেছে। যুবক তার যৌবন বয়সে ইসলামী আন্দোলন থেকে দূরে থাকলে তাদের কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই যুবকদের এখনই মোক্ষম সময় প্রতিটি গ্রামে, মহল্লায় ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। সামনে আমাদের আরও একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে যুবকদের এগিয়ে আসতে হবে।'
ইউনিয়ন যুব বিভাগের সাধারণ সম্পাদক মো. আবু হানিফ এর সঞ্চালনায় এ সময় প্রধান মেহমানের বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা শহিদ উল্লাহ, শীলকূপ ইউনিয়ন জামায়াতের আমীর মাও হোছাইন আহমদ কাশেমী, নায়েবে আমীর আব্দুর রহিম, সেক্রেটারী মো. রবিউল আলম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী জসিম উদ্দিন, বাঁশখালী আদর্শ শহর শাখার শিবির সভাপতি আমিনুল ইসলাম মুকুল, চাম্বল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. কফিল উদ্দিন, শীলকূপ ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি মো. রেজাউল করিম।
এ সময় এনামুল হক রাহাত কে সভাপতি ও মো. আবু হানিফ কে সাধারণ সম্পাদক করে ২০২৫-২৬ সেশনের জন্য শীলকূপ ইউনিয়ন জামায়াত যুব বিভাগের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত