বাঁশখালী সংলাপ:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ও পেকুয়ার সীমান্ত এলাকার এক আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার সীমান্ত এলাকার মাতবর পাড়াস্থ আমেরিকা প্রবাসী জামালের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এই সময় চোরের দল বাড়িতে থাকা ডলার, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, দামি আসবাবপত্র নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশের একটি টিম।
অভিযোগ সুত্রে জানা যায়, ‘দেশে বেড়াতে এসে গত ৩০ জানুয়ারি আমেরিকা প্রবাসী জামাল উদ্দিন ও তার স্ত্রী পুনরায় আমেরিকা চলে যায়। পরিবারের অন্যান্য সদস্যরা চট্টগ্রাম শহরে বসবাস করে। বাড়ি থেকে যাওয়ার সময় প্রতিবারের মতো ঘর তালাবদ্ধ করে যায় ওই দম্পতি। এদিকে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে এসে দেখতে পায় বাড়ির সব আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো অবস্থায় রয়েছে। চোরেরা ছাদের দরজা ভেঙে ঘরের সিঁড়ি দিয়ে রুমে প্রবেশ করে। এরপর ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রপ ভেঙে তছনছ করে সবকিছু নিয়ে যায়।'
ক্ষতিগ্রস্ত আমেরিকা প্রবাসী জামালের মেয়ে তছলিমা খানম বলেন, ‘আমার বাবা-মা গত মাসের ৩০ তারিখ আমেরিকা চলে যায়। আমরা শহরে থাকি। যার কারণে ঘর সব সময় তালাবদ্ধ থাকে। আমার ছোট ভাই সারুফ উদ্দিন বাড়িতে এসে দেখতে পায় চোরের দল সবকিছু তছনছ করে ফেলেছে। বাড়ির সব কিছু নিয়ে যায় চোরের দল। কিছুই তারা অবশিষ্ট রাখেনি। আমরা এলাকাবাসীকে বিষয়টি অবহিত করেছি। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।'
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত