বাঁশখালী সংলাপ সংবাদদাতা::
ভূমিদস্যু সিন্ডিকেট কর্তৃক অবৈধভাবে ছড়া থেকে বালি উত্তোলনের খবর পেয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৭নম্বর ওয়ার্ড এলাকার গহীন অরণ্যে মইত্তার বিল (বড় বিল) এলাকায় অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।
এ সময় অভিযানের খবর পেয়ে ভূমিদস্যু চক্রের সদস্য ও ডাম্পার চালক বালি ভর্তি ডাম্পার এবং বালি উত্তোলনের সরঞ্জাম পাহাড়ের পাদদেশে লুকিয়ে রেখে পালিয়ে যায়। আড়াই ঘন্টার অভিযানে বালিভর্তি ডাম্পার দু'টি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে, এতে জড়িত কাউকে আটক করা যায় নি। খবরটি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের কয়েকজন বলেন, 'কয়েক সপ্তাহ ধরে স্থানীয় আব্দুর রহিম ও আব্দু শুক্কুরের নেতৃত্বে অবৈধভাবে ছড়া থেকে বালি উত্তোলন করা হচ্ছে। সন্ধ্যা হলেই ৬/৭টি ডাম্পার বালি বোঝাই করে রাতঅবধি চলে তাদের কর্মযজ্ঞ। ডাম্পারের চলাচলের কারণে পুরো সড়কপথটি ধূলোবালিতে নরক রাজ্যে রুপ নেয়। এতে অতিষ্ট হয়ে পড়ে এলাকাবাসী।'
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন এ বিষয়ে বলেন, 'গহীন অরণ্যে পাহাড়ী ছড়া থেকে অবৈধ বালি এবং মাটি পাচারের খবরে অভিযান চালানো হয়। এ সময় বালিভর্তি দু'টি ডাম্পার জব্দ করা হয়। এতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
তিনি আরো বলেন, 'পাহাড় ও বালি খেকোদের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর। রাতের বেলায় টহল জোরদার করা হয়েছে। ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ জন্য সবার সহযোগিতা দরকার।'
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত