বাঁশখালী সংলাপ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাঁশখালীর প্রতিনিধিত্বকারী সংগঠন 'বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন' এর উদ্যোগে বুধবার (১২ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এদিন তাদের আয়োজনে বাঁশখালীর শতাধিক নবীন শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম।
বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সিনিয়র সহ সভাপতি সাঈদ নাঈম আসিফের সভাপতিত্বে এ সময় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে নবীনদের উদ্দেশে তিনি বলেন, 'শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের জন্য নয়, এটি একটি আত্ম-উন্নয়নের পথ। আজকের প্রচেষ্টা তোমাদের আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তুলবে।'
প্রমা ধর ও সানজিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চবি'র লোকপ্রশাসন বিভাগের সাবেক ডিন অধ্যাপক সিরাজ উদ দৌলা, চবি'র জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. আদনান মান্নান, অর্থনীতি বিভাগের অধ্যাপক তারেক হোসাইন চৌধুরী, ভাষা ও ভাষাবিজ্ঞান বিভাগের প্রফেসর সাইফুল ইসলাম, যুক্তরাজ্যের কাম্বারল্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত গণিত বিভাগীয় প্রধান প্রফেসর জামাল উদ্দীন চৌধুরী।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি'র সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসীন, জলদী আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শোয়াইবুর রহমান, শিক্ষক, লেখক ও অনুবাদক আলমগীর মোহাম্মদ, চবি উপশাখার সিনিয়র অফিসার মো. রিদওয়ানুল করিম, বিশিষ্ট তরুণ উদ্যোক্তা ও শিক্ষানুরাগী মুবিনুল হক মুবিন।
এ সময় বিশেষ অতিথিরা নবীনদের স্বাগত জানিয়ে ক্যারিয়ার পরিকল্পনা, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি ও বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সুন্দর আয়োজনের জন্য ভূয়শী প্রশংসাও করেন তারা।
বাঁশখালী স্টুডেন্টস' এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ এনামুল হক ও সাধারণ সম্পাদক মরওয়ানুল ইসলাম সুন্দর এই আয়োজনে সবার আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত