বিশেষ প্রতিনিধি::
কালুরঘাট সেতুতে মোটরসাইকেলের টোল ১০টাকা নির্ধারণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বোয়ালখালী উপজেলার নেতৃবৃন্দ।
বিবৃতিতে বলা হয়, ‘১৯৩০ সালে ব্রিটিশ শাসনামলে কর্ণফুলী নদীর উপর প্রতিষ্ঠিত হয় কালুরঘাট রেল সেতু। অনেক বছর আগেই (২০০১ সালে) এই সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বোয়ালখালী-পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের মানুষের একাংশের নগরের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু। ১৯৯১ সাল থেকে অনুষ্ঠিত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনেরই সংসদীয় আসনের প্রার্থীদের প্রতিশ্রুতির কেন্দ্রবিন্দু এই কালুরঘাট সেতু নির্মাণ। তবে এই প্রতিশ্রুতি আলোর মুখ দেখেনি তিন দশকেও।’
নেতৃবৃন্দ বলেন, ‘শতবর্ষের পুরনো জরাজীর্ণ এই কালুরঘাট সেতুতে মোটরসাইকেলের টোল আদায়ের কোন যৌক্তিকতা নেই। এই সেতুতে দীর্ঘদিন ধরেই মোটরসাইকেলের কোন টোল ছিল না। বর্তমানে টোল নির্ধারণ করা জনগণের প্রতি অবিচার, যা কোনভাবেই মেনে নেওয়া যায়না।’
নেতৃবৃন্দ আরো বলেন, ‘ছাত্রশিবির দেশের মেধাবী শিক্ষার্থীদের একটি দায়িত্বশীল সংগঠন। ছাত্রশিবির সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। সাধারণ শিক্ষার্থীরা যেহেতু জনগণের পক্ষে অযৌক্তিক টোল নির্ধারণের বিপক্ষে অবস্থান নিয়েছে, সেহেতু ছাত্রশিবির শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করছে।’