1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

বাঁশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির কাছে প্রত্যাশা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

দেশের প্রতি উপজেলায় ‘উপজেলা আইনশৃঙ্খলা কমিটি’ নামে একটি কমিটি আছে। প্রতি মাসে একবার কমিটির সদস্যদের নিয়ে যার সভা অনুষ্ঠিত হয়। এই সভায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে আলোচনা হয়ে থাকে। উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এই সভায় উপস্থিত থাকেন। এই সভায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সবার সম্মতি নিয়ে করণীয় ঠিক করা হয়।

বাঁশখালী উপজেলায়ও প্রতি মাসে এই কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হতে আমরা অতীতে দেখেছি। গত আগষ্ট মাসে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর থেকে যৌক্তিক কারণে এই কমিটির সভা বন্ধ থাকলেও গত মাস থেকে পুনরায় এই সভা শুরু হয়েছে। আমরা আশা করি, শুধুমাত্র ফটোসেশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই সভা থেকে উপজেলার আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। এই সভা থেকে প্রত্যাশিত যেসব বিষয় নিয়ে আমি আজ লিখতে চাই-

০১. পরিবহন সেক্টর: বাঁশখালীর পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে অনিয়ম, নৈরাজ্য চলছে। সামাজিক আন্দোলনের ফলে যা কিছুটা কমে এসেছে বটে, তবে বন্ধ হয়নি। সারাদেশে সরকারি ভাড়া কাঠামো একরকম হলেও বাঁশখালীর মানুষ এখনও বাড়তি ভাড়া দিয়ে পরিবহনে যাতায়াত করে। এমনিতেই বাড়তি ভাড়া, বিশেষ দিনগুলোতে যাত্রীর চাপ থাকার সুবাদে তা আরও বাড়িয়ে দেয়া হয়। অনেক গাড়ীর ফিটনেস ঠিক নেই। এই ফিটনেসবিহীন গাড়ীর মালিকরা আবার উন্নত কোন পরিবহন বাঁশখালীতে ঢুকতে দেয় না। যার কারণে বাড়তি ভাড়া পেমেন্ট করে এই ঝুঁকিপূর্ণ গাড়ীতে চেপেই এই জনপদের মানুষকে যাতায়াত করতে হয়। এসব বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় আনতে সাধারণ মানুষ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সুদৃষ্টি কামনা করে।

০২. যানজট: সময় সবার জন্য সমান। কারো জন্যই সময় অপেক্ষা করে না। সময়কে যে ভালোভাবে কাজে লাগাতে পারে সে সাকসেস। মানুষের এই মূল্যবান সময় নষ্টের অপর নাম যানজট। যানজটে আটকা পড়লে মিনিট পেরিয়ে নষ্ট হয় মানুষের কর্মঘন্টা। গুনাগরি খাসমহল, মিয়ার বাজার, টাইমবাজার, চাম্বল বাজারে যানজট লেগে থাকাটা এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এই যানজট লেগে থাকার নেপথ্য কারণ হচ্ছে ফুটপাত দখল, যত্রতত্র গাড়ী পার্কিং, আগে যাওয়ার প্রতিযোগিতা। কয়েকদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় চাম্বল বাজারে ভিজিট করে ফুটপাত দখলকারীদের সতর্ক করে এসেছেন। ধন্যবাদ জানাই। আমরা আশা করি, বাঁশখালী প্রধান সড়কে যানজট নিরসনে সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি কার্যকর পদক্ষেপ নিবে।

০৩. চুরি ডাকাতি রোধ: সম্প্রতি বাঁশখালীতে আশঙ্কাজনক হারে চুরি ডাকাতি বেড়েছে। মানুষ অনিরাপদ বোধ করছে। এমনকি বিচারক, সরকারি কর্মকর্তা, আইনজীবীর বাসা, বাড়ি পর্যন্ত চুর ডাকাতদের কবল থেকে রেহাই পাচ্ছে না। এখনই তাদের নিয়ন্ত্রণে আনতে না পারলে তারা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি উপজেলা প্রশাসন অথবা ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে ওয়ার্ড/গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি গঠন করা হোক। কমিটি আগে থেকে থেকে থাকলে তা সক্রিয় করা হোক। এই কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হোক। যেভাবেই হোক, চুরি ডাকাতি বন্ধে কঠোর এবং কার্যকর পদক্ষেপ নেয়া হোক।

০৪. পাহাড় ও বন উজাড়: মানুষের বেঁচে থাকার জন্য প্রকৃতির ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষ প্রতিনিয়ত প্রকৃতির ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে।বাঁশখালী উপজেলার পূর্বদিক জুড়ে নয়নাভিরাম পাহাড়। এই পাহাড় আমাদের সম্পদ। স্রষ্টার অপার কৃপায় গড়া। মানুষ চাইলেও এরকম একটি পাহাড় তৈরি করতে পারবে না। কিন্তু মানুষ প্রতিনিয়ত পাহাড়ের মাটি কাটছে। সুউচ্চ পাহাড় সমতল করে দিচ্ছে। বনের গাছ কাটছে নির্বিচারে। প্রশাসন চাইলেও তাদেরকে পুরোপুরি দমন করতে পারে না। সম্ভবও না। তবুও যারা মানুষের বেঁচে থাকার উপাদান পাহাড়ের মাটি, গাছ নিধন করে প্রাকৃতিক বিপর্যয় ঘটাতে দ্বিধা করে না, তাদের নিয়েও কারো দ্বিধা থাকা উচিত নয়। তাদেরকে প্রচলিত আইনে কঠোর এবং সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে আমরা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির প্রতি অনুরোধ জানাই।

০৫. ইভটিজিং: ইভটিজিং বর্তমান সময়ে মারাত্মক সমস্যা হয়ে হাজির হয়েছে। স্কুল, কলেজের ছাত্রীরা রাস্তাঘাটে, গণপরিবহনে ইভটিজিংয়ের শিকার হচ্ছে প্রতিনিয়ত। শাস্তির আইন থাকলেও তা খুব একটা প্রচলিত না থাকার কারণে এই অপরাধকে অনেকেই অপরাধই মনে করছে না। এই অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং প্রতিরোধ গড়ে তুলতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির কাছে সামাজিক আন্দোলনের ডাক আশা করছি। পাশাপাশি ইভটিজিংকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি।

 

লেখক-

তাফহীমুল ইসলাম
গণমাধ্যম কর্মী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট