শুরু হলো ‘বাঁশখালী সংলাপ’—বাঁশখালীর কথা বলে
বাঁশখালী, চট্টগ্রাম—বাঁশখালীর মানুষের স্বপ্ন, সম্ভাবনা, উন্নয়ন ও সমস্যার কথা তুলে ধরতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘বাঁশখালী সংলাপ’। এই নতুন সংবাদ মাধ্যমটির মূল লক্ষ্য হবে বাঁশখালীর প্রতিটি গুরুত্বপূর্ণ খবরকে জনগণের সামনে তুলে ধরা।
‘বাঁশখালী সংলাপ’ কেবল সংবাদ প্রচারের মাধ্যম নয়; এটি হবে বাঁশখালীবাসীর কণ্ঠস্বর। স্থানীয় উন্নয়ন প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, শিল্প ও পর্যটনসহ নানান বিষয়ে তুলে ধরা হবে বিশদ প্রতিবেদন।
‘বাঁশখালী সংলাপ’ প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর, অনুসন্ধানী প্রতিবেদন ও নাগরিক মতামত নিয়ে কাজ করবে। বাঁশখালীর ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণেও ভূমিকা রাখবে এই মাধ্যম।
বাঁশখালীর যেকোনো বিষয়ে মতামত, সমস্যা ও সম্ভাবনার কথা জানাতে ‘বাঁশখালী সংলাপ’-এর সাথে যুক্ত হতে পারেন যে কেউ। পাঠক ও দর্শকদের সহযোগিতার মাধ্যমে এটি সত্যিকারের জনগণের মাধ্যম হয়ে উঠবে।
বাঁশখালীর প্রতিটি কণ্ঠস্বর পৌঁছে যাবে সবার কাছে—এগিয়ে চলুক ‘বাঁশখালী সংলাপ’, বাঁশখালীর কথা বলে।